Partha Basu
DOB – 1986-04-04
Gender – Male
Bio – পার্থ বসু: কবি পশ্চিম বঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার অন্তর্গত ইছামতির তীরে অবস্থিত নিতান্ত ক্ষুদ্র একটি গ্রাম সন্তোষা কলোনী র নিবাসী, বর্তমানে পেশাগত কারণে ব্যাঙ্গালোরের বসবাস করেন, পিতা শ্রী সহদেব বসু ও মাতা শ্রীমতী পদ্মাবতী,, ২১ চৈত্র বাগদা থানার অধিনস্ত মাগুরকোনো গ্রামে মাতুল আলয় মাতামহ সদানন্দ বিশ্বাসের নিবাসে জন্ম গ্রহণ করেন। কবির ছোটো বেলা থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ,, এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র সংস্কৃতি অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি ও স্কুল ম্যাগাজিনের প্রথম লেখা লেখির মাধ্যমে সাহিত্য জগতে প্রবেশ। অতি সরল ভাষায় লেখা লিখতে ভালবেসেন কবি। কবি অক্ষর স্রোত সাহিত্য পত্রিকার পক্ষ থেকে রবীন্দ্র স্মৃতি,নজরুল স্মৃতি, বিভূতিভূষণ স্মৃতি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় স্মৃতি ও অন্যান্য অনেক পুরস্কার অর্জন করেছে। এছাড়া অন্যান্য সাহিত্য পত্রিকা থেকেও অনেক পুরস্কার অর্জন করেছেন। কবির প্রকাশিত একক বই:- "নিঝুম রাত" ও"কুয়াশা যখন" ইছামতি সঙ্গে কবির নিবিড় সম্পর্ক ইছামতি ই যেন প্রেরণা জাগিয়েছে তাকে বারে বার। কবি বিভিন্ন মনীষী দের সম্মানের সহিত নেতাজি সুভাষ চন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের বিশেষ অনুগামী।
Total writings:0
| Title | Poet | Comment |
|---|
| Title | Writer | Comment |
|---|

