Faruk Ahmed Roni

DOB – 1968-05-24

Gender – Male

Bio – কবি ফারুক আহমেদ রনি ১৯৬৮ সালের ২৪ মে, বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। ফারুক আহমেদ রনি একজন কবি, লেখক ও সৃজনধর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। আশির দশক থেকেই কবিতা, গল্প, গান ও নাটকের মাধ্যমে তাঁর সাহিত্যযাত্রা শুরু। মানবিক অনুভূতি, প্রেম, পরিচয়, প্রবাস, সাংস্কৃতিক শিকড় ও অস্তিত্ববোধ তাঁর লেখার মূল অনুষঙ্গ। সৃজনশীলতার বহুমাত্রিকতায় রনি নব্বইয়ের দশকের শুরুতে যুক্ত হন মঞ্চ ও গণমাধ্যমে। তিনি সংখ্যায় বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও নাটক লিখে নির্দেশনা দিয়েছেন এবং অভিনয় করেছেন মঞ্চে ও ক্যামেরার সামনে, যা তাঁর গল্প বলা ও আবেগ প্রকাশের শিল্পকে করেছে আরও শাণিত। ১৯৮৬ সালে যুক্তরাজ্যে পাড়ি জমানোর পর তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসী সাহিত্যাঙ্গনে প্রতিষ্ঠিত হন। দুই বাংলার মাঝপথে দাঁড়িয়ে তাঁর লেখায় ধরা দেয় প্রবাসজীবনের টানাপোড়েন, স্মৃতিজাগানিয়া মমত্ববোধ এবং সার্বজনীন মানবিকতা। তাঁর উল্লেখযোগ্য বাংলা গ্রন্থসমূহ; ‘আমি এক নষ্ট যুবক’ (১৯৯৩, ১৯৯৪), ‘ঝলছি অলীক অনলে’ (২০০৩), ‘বিস্মিত ফ্ল্যাশব্যাক’ (২০১৬), ‘মিথিলা’ (২০১৬), ‘কবিতা কী এবং কেন লিখি’ (২০১৫), এবং ‘নিষিদ্ধ অগ্নিতে পুড়ে বিশুদ্ধ শরীর’ (২০২৩)। ইংরেজি ভাষায় তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ; Darkness in the Full Moon (২০১৪) এবং The Soul Still Burns (২০২৫)। শিক্ষাজীবনে রনি অর্জন করেছেন অনার্স ডিগ্রি ইন বিজনেস ম্যানেজমেন্ট এবং লেভেল–৬ ডিপ্লোমা ইন হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার এবং একই খাতে পেশাগতভাবে যুক্ত আছেন। তিনি কেবল কবি নন, একজন সংগঠক, সম্পাদক ও নাট্যকার। তাঁর প্রতিষ্ঠিত ও সম্পাদিত গ্লোবাল পোয়েট অ্যান্ড পোয়েট্রি এবং শিকড় বাংলা লিটারারি পোর্টাল বিশ্বব্যাপী- কবি, সাহিত্যিকদের সংযুক্ত করে সৃজনশীল বিনিময়ের প্ল্যাটফর্ম তৈরি করেছে। তিনি আরও সংহতি সাহিত্য পরিষদের (১৯৮৮) প্রতিষ্ঠাতা শিকড় সাহিত্য পত্রিকা (১৯৯৮), শিকড় পাবলিশার্স (২০২২) এবং মানবিক সেবামূলক সংগঠন Earn N Live (২০১৫)–এর অন্যতম প্রতিষ্ঠাতা। ২০২৩ সালে সম্পাদিত তাঁর আন্তর্জাতিক কাব্যসংকলন "Poetry for Peace"–এ ৪৬ দেশের ১৭৬ জন কবির সৃষ্টিকর্ম স্থান পেয়েছে, যা প্রমাণ করে তাঁর বিশ্বাস: কবিতা সীমান্ত মানে না; এটি বিশ্বমানবতার ভাষা। সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় উল্লেখযোগ্য ভূমিকার জন্য তিনি বিভিন্ন সময়ে সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন। তবুও তিনি প্রশস্তির চাইতে সৃষ্টিকেই শ্রেষ্ঠ মূল্য দেন। ফারুক আহমেদ রনি আজও সৃজনশীলতায় সক্রিয়, লিখছেন, নতুন লেখকদের পথ দেখাচ্ছেন, এবং বাংলা ও ইংরেজি সাহিত্যকে এক সেতুবন্ধনে যুক্ত করে চলেছেন। পরিবারে তিনি একজন গর্বিত পিতা এবং সুন্দর পারিবারিক জীবনের সমন্বয়ে এগিয়ে নিচ্ছেন তাঁর সাহিত্যযাত্রা।

Total writings:0

Title Poet Comment
Title Writer Comment