Sushanta Chandra

DOB – 1969-01-19

Gender – Male

Bio – সুশান্ত চন্দ্র সংক্ষেপেঃ উল্লেখযোগ্য কবিতার প্রকাশঃ “সাথী “‘দেশ’ পত্রিকায় ২০১৩ সালের ১৭ই এপ্রিল সংখ্যায়। উল্লেখযোগ্য অনুগল্পের প্রকাশ –‘সাত এ শোরগোল ‘ ও ‘অণু গল্প আস্টে পৃষ্ঠে ‘ সঙ্কলনে। (সুরজিত ও বন্ধু কবিতা ক্লাব ও পত্র ভারতীর যৌথ প্রয়াস) ।ওয়েব দুনিয়ায় ‘ Story Mirror’ এ বেশ কয়েকটি অণু গল্পের প্রকাশ। বর্তমান পেশাঃ SUPERVISOR, SOLID WASTE MANAGEMENT (SWM), KOLKATA MUNICIPAL CORPORATION ( CONTRACTUAL JOB). বিমা উপদেষ্টাঃ বিমা উপদেষ্টাঃ LIC ,THE NEW INDIA ASSURENCE CO.LTD প্রাক্তন প্রকাশনা প্রধান , দি জর্জ টেলিগ্রাফ ট্রেনিং ইনসটিটিউট, কলকাতা কি চাই ? – নাম , যশ , অর্থ যা আসে এই জীবনে ঋণীঃ আকাশবাণী কলকাতা ও দূরদর্শন কেন্দ্র , কলকাতার কাছে । সংস্কৃতির এই দুই পীঠস্থানে সুশান্ত চন্দ্র গবেষক, স্ক্রিপ্ট লেখক, সঞ্চালক হিসেবে জড়িয়ে আছেন ১৯৯১ সাল থেকে। অংশ নিয়েছেন চার শতাধিক অনুষ্ঠানে । সেরা সঞ্চালনা ১ঃ ১৯৯২- ভবানিপুর , সুভাষ উদ্যান , নর্দান পার্কে । তৎকালীন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে । সেরা সঞ্চালনা ২ঃ১৯৯৭ - বালিগঞ্জ স্পোর্টিং ক্লাব, দক্ষিণ কলকাতায় , বিদেশ মন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের উপস্থিতে। সেরা সাক্ষাৎকার ঃ কলকাতা দূরদর্শনে স্বাধীনতা সংগ্রামী প্রভাস কুমার মুখোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকার। সেরা ভয়েস ওভারঃ কলকাতা দূরদর্শনে পেঙ্গুইনদের জীবনযাত্রার ওপর নির্মিত একটি তথ্যচিত্রে । সেরা পাওনা ঃ মাননীয়া ক্রীড়া মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯২ সালে সুভাষ উদ্যান , নর্দান পার্কে তাঁর ভাষণের অংশ বিশেষে বলে ছিলেন ,’ তুমি তো দারুণ বল । এগিয়ে যাও । ভাষ্যকার হিসেবেই তুমি নাম করবে ।‘ জীবনের সেরা ঘটনা ঃ মরে যেতাম কবেই ! ২০০৩ এর ডিসেম্বরে আলফা জঙ্গি দের ফাঁদ থেকে আসাম রাইফেলস এর কমান্ডো রা মুক্ত করে সুশান্ত চন্দ্রকে । আগামী দিনের ভাবনাঃ একজন সফল মানুষ হওয়া । বহু কর্মসংস্থান সৃষ্টি করা। দেশ কে রেডিও ঋদ্ধির মাধ্যমে সম্মান এনে দেওয়া।

Total writings:0

Title Poet Comment
Title Writer Comment