Avatar

শ্রমিক দিবস

স্বপন গায়েন

শ্রমিক কোনো দিন সভ্যতার রঙ মাখিনি
তবুও তাদেরকে সারাটা জীবন ব্যবহার করেছে সব্বাই
শ্রমিকের জন্য শুধুই একরাশ হাহাকার।

সভ্যতা এগিয়ে গেছে, মানুষ এগোয় নি
চিরকাল দূরত্ব বেড়েছে শ্রমিক মালিকের -
একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে গেছে।

স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে দিনের পর দিন
মুখে খোঁচা খোঁচা দাড়ি আর কঙ্কালসার শরীর
এটাই যেন শ্রমিক হওয়ার একমাত্র শর্ত হয়ে গেল।

স্বপ্ন দেখা আর স্বপ্ন পূরণের মধ্যে বিস্তর ফারাক
কলকারখানায় সাইরেনের শব্দ শোনার প্রতিক্ষায় বসে আছে শ্রমিক
মে দিবস বা শ্রমিক দিবস ক্রমশ মূল্যহীন ওদের কাছে।

অভাব তীব্রতর হচ্ছে, বেঁচে থাকার নূন্যতম অধিকার যেন নেই
পরগাছার মতো বেওয়ারিশ জীবন -
নববর্ষের আনন্দ আর নেই, দুঃখের কাব্যে ভেসে যায় হৃদয়ের অলিখিত স্বপ্ন।

******


Click Here Clap

No. of Clap : 0

Total Comments:0

Please Login to give comment