এই তো সেদিন, ফেসবুকের পেজে লিখলাম একটা লাইন , “আর ভাল্লাগেনা তোমায় ছাড়া।”বন্ধুদের বললাম, সবাই মিলে কবিতা লিখলে কেমন হয়? হঠাৎ দেখি , চার পাতার একটা কবিতা তৈরি হলো, একেবারে চোখের সামনে, সব বন্ধুদের লেখা, মিলিয়ে মিলিয়ে। তারপর আমার সঙ্গে কয়েকজন বন্ধুর আলাপ হল,virtually। যারা যে শুধুই আগ্রহী হয়ে আমার সঙ্গে হাত মেলাল , তাই নয়, তারা একেক জন বলতে গেলে স্ব-স্ব ক্ষেত্রে ভীষণ ভাবে talented। কবিতা লেখা তো বটেই, কেউ ছবি আঁকা, কেউ technically ভীষণ advanced, কেউ organize করতে পারদর্শী, ব্যাস , আরম্ভ হল একটা প্রচণ্ড high tech উদ্যোগ। একটা পেজ খোলা হল ফেসবুকে, সুরজিৎ ও বন্ধুরা কবিতা ক্লাব। সেই শুরু। প্রায় ৬০০০ এর ও বেশি মেম্বার এই মুহুর্তে। পৃথিবীর নানান দেশ থেকে নানান বয়সী বন্ধুরা মিলে লিখতে আরম্ভ করল সেই পেজে। দিনের পর দিন কত রকমের কবিতায় ভরে উঠতে লাগল ফেসবুকের এই পেজ।কত রকম থিম নিয়ে লেখা হল কবিতা , release হল কবিতা ক্লাব এর প্রথম digital magazine, জল রং . তারপর আর ও চারটে digimag, দেখতে পেল সকলে, দেশ বিদেশের সবার লেখা স্থান পেল digimag এর পাতায় । হল quiz contest, মেগা কবিতা উৎসব, কত কি , আর ও কত কি ......, আর আড্ডা, গল্প বন্ধু আর তার সঙ্গে কবিতা , এ এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। আমাদের ডায়েরীর পাতায় ঘুমিয়ে থাকা কবিরা , তাহলে কি আবার জেগে উঠলো?
এরপর আমাদের সবাইয়ের মনে হল এত দারুণ দারুণ লেখা গুলোকে preserve করা কি করে সম্ভব হতে পারে না ? যেই কথা সেই কাজ । তারপর একদল নতুন নতুন বন্ধুরা দল বেঁধে ঝাঁপিয়ে পড়লাম website তৈরি করার প্ল্যান নিয়ে, কিরম রঙ, কিরম design ,কিরম লেখা, কিরকম লোগো... সব মিলিয়ে মিশিয়ে সে এক হই হই কাণ্ড।তারপর বিভিন্ন টিভি চ্যানেল-এ একটু একটু কথা বলা, একটু একটু প্রমোশন , কাগজে একটু খবর, কবিতা ক্লাব নিয়ে একটু একটু করে বেশ ভালই আলাপ আলোচনা শুরু হল, লোকে বলতে আরম্ভ করল। “ দাদা , আমি তোমার কবিতা ক্লাবের মেম্বার”।। মনে হল সত্যি সত্যি একটা ভাল কিছু ঘটতে চলেছে। সত্যি অনেকগুলো মানুষের অক্লান্ত পরিশ্রম , স্বতস্ফুর্ত সহযোগিতা আর প্রাণ ভরা ভালবাসা দিয়ে অবশেষে আমাদের website তৈরি হল । , ২৮ শে সেপ্টেম্বর ২০১২,www.thekobitaclub.com আমাদের এই community based website , ভাবা যায়, এ যেন গল্প হলেও সত্যির দেশ।
আর এবার ডায়েরীর পাতার সেই সব লেখা এখন স্থান পাচ্ছে আমাদের সবাই মিলে তৈরি করা এই ওয়েবসাইট-এ। ২৮ সেপ্টেম্বর , এই website, আমাদের প্রিয় কবি ও সাহিত্যিক স্বর্গীয়, সুনীল গঙ্গোপাধ্যায়, শুভ উদ্বোধন করে দিলেন তাঁর আশীর্বাদ আর শুভেচ্ছা দিয়ে। আর এখন আমাদের ওয়েবসাইট-এ প্রায় ২০০০ এরও বেশি কবিতা, ১৪০০০ এর ও বেশি visitors । নানা বয়সী, নানা দেশের নতুন নতুন কবিদের নতুন নতুন ভাবনায় , শব্দ চয়নে, স্বতস্ফুর্ত ব্যঞ্জনায় জ্বলজ্বল করছে এই ওয়েবসাইট। আর এই বছর আরেকটা স্বপ্নপূরণ...সামনেই আসছে আন্তর্জাতিক বইমেলা , যেখানে প্রকাশিত হতে চলেছে, ১০১ টি সম্পূর্ণ নতুন কবির কবিতায় সমৃদ্ধ বই, কবিতাক্লাব ডট কম । আর আমাদের এই প্রয়াসে সহযোগিতা করছে, পত্রভারতী প্রকাশনা।