Avatar

সবই কেতাবি !

papia

(৬) - সেই কবে কালবৈশাখি ঝড়ে আম পরেছিল পিঁপড়ের ঢিপিতে, শিলা বৃষ্টি সুর তুলেছিল বারান্দার টিনের চালে,ঝড়ো হাওয়ায় ভেসে আসছিল অনেক লোকের গলা- "ইনকিলাব জিন্দাবাদ! " বালিকা আমি। বর্ণপরিচয়ের গোপাল বড় ভালো ছেলে পড়ছিলাম। টুক করে হয়ে গেলো লোডশেডিং। খুব ভয় পেয়েছিলাম। - ভূতের? - ভূতের ঠিক না।অন্ধকারটা সকলের থেকে আমায় আলাদা করেছিল।একা হওয়ার অন্ধকার ছিল ওটা। - তোর সেই একা হওয়ার অন্ধকার! ব্যাকরণে সংজ্ঞা নেই.... - দাদু বলেছিল, ভয় পেওনা।কত মানুষ আছে । বাইরে মিছিলেও অনেক লোক। মানুষে বিশ্বাস রাখবে। ভরসা রাখবে। সেই বিশ্বাসে বিশ্বাস আর ভরসায় ভরসা রাখতে গিয়ে বারবার ভুল হয়ে যাই নিজে। - বিশ্বাস ভরসা একদম নেই বলা ভুল। - ‎আছে বুঝি! আমি তো তোকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম। তুই বদলে গেলি। - ‎আমি আবার কেন! - তুই তো কালবৈশাখী হয়ে এলি, বৃষ্টি ভেজালি ‎আবার নিজের জায়গায় চলে গেলি।মনের ভরসা হলিনা। দিনগুলো সব লোডশেডিং হয়ে গেল। - দূর বোকা সময়ের সাথে সব বদলে যায়। এমনি করেই দুনিয়া চলে। এই যে দেখ লেলিন আর মানুষগুলোর মধ্যে তো ভাবনার যোগাযোগ ছিল। পারস্পরিক বিশ্বাস ছিল। সবাই সবার হাত ছেড়ে দিল। কোনোটাই স্ট্যাটিক না। সম্পর্কও না। ভালবাসি এই অনুভূতিটাই আসল।এটা তো থাকবে। - ‎হ্যাঁ তা তো থাকবে। কালবৈশাখীর পর মুচড়ে যাওয়া গাছটার মতো। লেলিন তত্ত্ব যেমন বাঁচবে বইয়ের পাতায়! এটাও তোর তত্ত্ব। সবই কেতাবি!

Click Here Clap

No. of Clap : 0

Total Comments:1

Please Login to give comment

Avatar

Samir Pramanick

March 10th, 2018 at 01:36 PM

সুন্দর বললেন। কোনোটাই স্ট্যাটিক না। সম্পর্কও না।ভালো লাগলো। শুভেচ্ছা রইল।