এই তো সেদিন আমরা কবিতা ক্লাব থেকে ক-জন বন্ধু মিলে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়ি গিয়েছিলাম ওনাকে আমাদের কবিতা ক্লাবের ওয়েবসাইট লঞ্চ করার জন্য আমন্ত্রণ জানাতে। উনি সানন্দে রাজি হলেন, এবং ২৮ তারিখ এ কথা রেখে এলেন আমাদের কবিতা ক্লাব এর ওয়েবসাইট এর শুভ সুচনা করতে। আজকে নবমীর সকালটা কেমন যেন বিষাদময় লাগছে । কেমন একটা কালচে পড়া আকাশ, শরতের ঝকঝকে নীল আকাশ বিবর্ণ, মেঘেরা ঢাকা পড়ে গেছে তার আড়ালে। আমরা এক প্রিয়জনকে হারালাম, চিরদিনের মত। কেমন যেন লাগছে। উনি আছেন থাকবেন আমাদের সাথে আমাদের মাঝে ।কবিতা ক্লাব তাঁর কাছে চির ঋণী চির কৃতজ্ঞ । আজকের আকাশে চোখ রেখো নিশ্চয় একটা তারা বেড়ে গেছে ।