Prose Library - Today's featured Prose

মায়ের মন্দিরে ঢুকতে যাবো হঠাৎ পাঞ্জাবীতে টান পড়লো।
" বাবু দুটো টাকা দেবেন ভীষণ খিদে পেয়েছে "।
বছর আষ্টেকের এক বালক ।
চোখ দুটো খুব মায়া জড়ানো।
বললাম " চল মিষ্টির দোকানে তোর যা ইচ্ছা পেট পুরে খা "।
দোকানদারকে " বললাম ও যা যা খেতে চায় সব দিন"।
কচুরি, জিলিপি, রকমারি মিষ্টি সব এসে গেল।
ও পকেট থেকে একটা ঠোঙ্গা বার করলো আর একটা করে যাবতীয় মিষ্টি ঠোঙায় ভরলো।
আমি জিজ্ঞেস করলাম " এগুলো কি হবে "?
ও বলল " ছোট ভাইয়ের জন্য নিয়ে যাব "।
আমি বললাম " দাঁড়া ওর জন্যে কিনে দিচ্ছি "।
ও কিছুতেই রাজি হলো না।
বলল " বাবু ওতেই হবে "।
একটা ১০০ টাকার নোট ওকে দিতে গেলাম কিছুতেই নিল না।
মৃদু হেসে ভিড়ে হারিয়ে গেল।।
তারপর মায়ের মন্দিরে অনেকবার এসেছি কিন্তু ওকে কখনো খুঁজে পাইনি।।

©®

ফাল্গুনী চট্টোপাধ্যায়
২৫/১১/২০২২

Phalguni chattopadhyay

 

0 Comments | 0 Claps

একটা কথা বলি বন্ধু?
একটা সম্পর্ক শুরু করার আগে দশ বার ভেবো,
অনেকে অনেক কথা বলে,
তুমি শুধু তোমারটা বুঝে রেখো,
অনলাইনে বা প্রথম দেখায় প্রেম,
এটা একটা বড় ফাঁদ,
Relationship is ain't a Game!

লোকে বলে দুইজন আলাদা হলেও চলে,
যে কোনো একজন কে ওপরের কিছু ভালোলাগাকে,
নিজেকেও ভালোলাগাতে হবে!
একদিক দিয়ে আর কত জর দেবো,
হাপিয়ে উঠেছি!
তবুও এখন মনে হয় যেন অনেক কিছু আমি করিনি!

আমার জীবনে কিছু নীতি আছে,
সেটা সেও জানে,
তবুও অবুঝ!
তার জন্যে তো আমি আর আমার সিংহাসন কথ করবো না!

দিয়েছি অল্প,
চেয়েছি বিনিময়ে তারও অল্প,
ভালোবাসা!
শুধু এটাই চাই,
তার সাথে একটু সময় কাটাতে চাই!

আমার কথা উঠলেই আসে নানান অজুহাত,
কখনো মা বাবা,
আবার কখনো নিজেকে সেকেলে বলে ঘোষণা,
প্রেম করার কথা নাহয় ছেড়ে দিলাম!
ঘুরতেতো আয়ে,
আমরা বন্ধুরা ঘুড়ি,
মেয়ে ছেলে মিলে মিশে,
এতে নোংরামো কোথায়?
সে নিজে তার বন্ধুদের সাথে ঘুরলে,
কোনো দোষ নাই!

আমি তার শেষ অভিমত,
এই গোটা দুনিয়াটায়ে!



©adrijbhowmick

Adrij Bhowmick

 

0 Comments | 1 Claps

All Prose

Events

Surojit Online

কবিতাক্লাব ডট কম

এই তো সেদিন, ফেসবুকের পেজে লিখলাম একটা লাইন , “আর ভাল্লাগেনা তোমায় ছাড়া।”বন্ধুদের বললাম, সবাই মিলে কবিতা লিখলে কেমন হয়? হঠাৎ দেখি , চার পাতার একটা কবিতা তৈরি হলো, একেবারে চোখের সামনে, সব বন্ধুদের লেখা, মিলিয়ে মিলিয়ে।

See BLOG Read More

Search Writing

 

Search Writer By

 

Statistics

Number of VISITORS : 205884

REGISTERED USERS :

Number of Writers : 0

Total Number of Poems : 33689

Total Number of Prose : 1354

An Initiative By Surojit O Bondhura Kobita Club
Official Radio Partner

Designed and Developed by : NOTIONAL SYSTEMS